রবিবার, ১২ মে ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

প্রবাসী আয়ে বড় রকমের পতন

  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১০৯ বার পঠিত

বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় রকমের পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় দশমিক ১৫ শতাংশ প্রবাসী আয় কমে গেছে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছর যার পরিমাণ ছিল দুই হাজার ৪৭৭ কোটি ডলার।

প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম। আবার তার আগের মাস মে’তে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। যেখানে আগের বছরের মে মাসে এসেছিল ১৯৪ কোটি ৮ লাখ ডলার।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, খোলা বাজারে ডলার বেশি দামে বিক্রি হওয়ায় অবৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। অন্যদিকে, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সরকার আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে। কিন্তু খরচ হচ্ছে ৩ থেকে ৪ শতাংশ। ফলে অবৈধ পথেই টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা।

এদিকে, ডলার সংকট কাটাতে টাকার মান আরও কমিয়ে ৯৩ টাকা ৪৫ পয়সায় বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com