মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

তিন ঘণ্টা পর গাজীপুরের কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার পঠিত

তিন ঘণ্টা পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি কাপড়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রোববার রাত সোয়া ৯টার দিকে হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে কেউ হতাহত না হলেও কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

হাজী আব্দুর রহিম মার্কেটের পাইকারি ব্যবসায়ী রংধনু ফ্যাশনের ম্যানেজার রমজান আলী বলেন, রাত সোয়া ৯টার দিকে মার্কেটে আগুন দেখে দৌড়াদৌড়ি শুরু করেন মানুষ। মুহূর্তেই আগুন আমার দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকান থেকে কোনো কিছু বের করে নিতে পারিনি।

তিনি বলেন, দোকানে ৩০ লাখ টাকার মালামাল ছিল। চোখের সামনে সব পুড়ে গেল। দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

পাইকারি দোকান আজিজ হাউজের মালিক আব্দুল আজিজ বলেন, আমার দোকানে ৬০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।

মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মতিন বলেন, প্রায় ২০০ দোকান ও ৩০০ ভিট ভাড়া নিয়ে এ মার্কেটে ছোট-বড় মিলে ৫০০-৬০০ জন ব্যবসা করতেন। শীতের বিভিন্ন ধরনের কাপড় ছাড়াও শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, ওড়না, কম্বলসহ সব দোকানই মালামালে পরিপূর্ণ ছিল। সারাদিন টুকটাক ক্রেতা থাকলেও সন্ধ্যার পর মার্কেটে প্রচুর ভিড় হয়। রোববার রাতে হঠাৎ মার্কেটের দক্ষিণ পাশ থেকে আগুন লাগে। এতে ২০-২৫টি দোকানের মালামাল পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com