হাফসা আক্তার :
আজ শনিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পর্যালোচনা শেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আগুন নিভাতে পেরেছি, তবে কিছুটা বিলম্ব হয়েছে। আগুন নিভানো যায়নি— এমনটি বলা সঠিক হবে না। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা রাত ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।”
ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করেছে। দাহ্য পদার্থ থাকার কারণে
আগুন ছড়িয়ে পড়ার কারণ। এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, “ঘটনাটি তদন্তের জন্য চারটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে তারা রিপোর্ট প্রদান করবে, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কার্গো অপারেটরদের সঙ্গে কথা বলেন এবং পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে আশ্বস্ত করেন।
একই সাথে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ইলেকট্রনিক গেইট দ্রুত চালুসহ পাসপোর্ট ফি কমাতে কাজ করছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।