বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

হারের বৃত্ত ভাঙার লক্ষ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৯ বার পঠিত

বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনে স্বাগতিকদের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে মাশরাফীদের। এদিকে টানা হারের মুখ থেকে জয়ে ফিরতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

নিজেদের হোমগ্রাউন্ডে শুরুটা ভালো হলো না সিলেট স্ট্রাইকার্সের। স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়েছে তারা। উড়তে থাকা মাশরাফী বিন মোর্তুজাদের জয়রথ থামিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। ভিক্টোরিয়ান্সদের পর এবার রাইডার্সদের কাছে হারের তিক্ত স্বাদ নিতে হলো ম্যাশবাহিনী।

তবে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। চট্টগ্রামকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করতে যেন মরিয়া শান্ত-হৃদয়রা। বিপিএলের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে সিলেট। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের নেতৃত্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে স্ট্রাইকার্স। বল হাতেও ভালো ফর্মে আছেন নড়াইল এক্সপ্রেস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশালের পরের স্থানে রয়েছে সিলেট।

এদিকে আসরে টানা ৪ হারের কারণে প্লে অফের স্বপ্ন ফিকে হয়ে গেছে চট্টগ্রামের। বারবার জয়ের দ্বারপ্রান্তে গিয়েও সফল হচ্ছেন না আফিফরা। সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সাকিবের বরিশালের কাছে ৩ উইকেটে হেরেছে তারা। আসরে মাত্র দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানিতে খাবি খাচ্ছে বন্দর নগরীর দলটি। ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দলটি। নিজেদের শেষ দেখায় চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছিল সিলেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com