সোমবার, ৩০ জুন ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিথ্যাচারের মাধ্যমে মানুষের নজর ঘোরানোর সুযোগ নেই: আমীর খসরু বাংলাদেশ-মিশর বাণিজ্য জোরদারে বৈঠক: নতুন সম্ভাবনা খুঁজছে দুই দেশ নিজ পিতাকে হত্যাচেষ্টা মামলার আসামি রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১ সিপিসি-৩ ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন – আমিনুল হক ঢাকায় হবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল সরকার মানুষ ভোট দিতে চায়, দলীয় ঐক্য গড়তে হবে – মোস্তফা জামান উত্তরা পশ্চিম থানা শ্রমিক দল  কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। ফরম পূরণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে! ইভানা তালুকদার

মার্কিন প্রযুক্তি রফতানিতে চীনের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ বার পঠিত

উন্নত কম্পিউটার চিপ তৈরির জন্য ব্যবহৃত উপকরণগুলো চীনে সরবরাহ কমাতে চুক্তি করতে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডস।

সোমবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়, তিন দেশই এ চুক্তি করতে একমত হয়েছে। তবে কবে নাগাদ এ চুক্তি সম্পন্ন করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেন, উন্নত প্রযুক্তির নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটনে ডাচ এবং জাপানি কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে আলোচনা করেছেন।

এ ছাড়া চলতি মাসের শুরুতে চীনে রফতানি নিয়ন্ত্রণের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলাদাভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা করেন বলে জানায় এপি।

গত বছরের অক্টোবরে বাইডেন প্রশাসন চীনকে উচ্চক্ষমতাসম্পন্ন মার্কিন প্রযুক্তি পাওয়া থেকে বিরত রাখতে রফতানি নিয়ন্ত্রণ আরোপ করে। ওয়াশিংটন জানায়, এসব প্রযুক্তি চীন সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও নেদারল্যান্ডসকে রফতানি নিয়ন্ত্রণ করতে আহ্বান জানিয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে মার্কিন কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুমকি জানিয়েছে চীন। দেশটি জানায়, বাণিজ্য নিষেধাজ্ঞা সরবরাহের চেইনকে ব্যাহত করবে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারকে হুমকির মুখে ফেলবে।

এ ছাড়া ডিসেম্বরে বেইজিং রফতানি নিষেধাজ্ঞার বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করেছে। তবে এটি মূলত চীনা কোম্পানিগুলোকেই হুমকির মুখে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com