শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দেশে ১ হাজার ১৪৮টি আইন প্রচলিত রয়েছে। : সংসদে আইনমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ২০৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশে বর্তমানে (১৭৯৯ থেকে ১০ জুন ২০১৯ সাল পর্যন্ত) ১ হাজার ১৪৮টি আইন প্রচলিত রয়েছে।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের বিভিন্ন আদালতে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি।

আজ রোববার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন বিকেল পাঁচটায় আবার সংসদের বৈঠক বসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com