মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ ডিসিসিআই সভাপতি ও জাপানের রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বাংলাদেশের সংবিধানে প্রতিবন্ধী শব্দ বলতে কিছু নেই; আমির খসরু মাহমুদ ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য : উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা অবৈধ জুয়ার অ্যাপের প্রচার, উর্বশী-মিমিকে ইডির তলব নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন না উইলিয়ামসন

গুজরাটে ছয় তলা ভবন ধসে বহু হতাহতের শঙ্কা

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটের সুরাটে একটি বহুতলবিশিষ্ট আবাসন ভবন ধসে পড়েছে। ছয় তলা ভবনটি ভেঙে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে এখনও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানায় আনন্দবাজার পত্রিকা অনলাইন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহুতল ভবনটি মাত্র আট বছর আগে নির্মিত হয়েছিল।

বাংলাদেশ থেকে ভারতে ১০ কেজি সোনা পাচারের চেষ্টা, আটক ৭
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনধসের স্থানে ধ্বংসস্তূপের পাহাড় তৈরি হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

জানা গেছে, বিকেল বেলা ভবনটি ধসে পড়ার সময় এর অন্তত পাঁচটি পরিবার এর ভেতরে ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া লোকদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু করেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দলকেও ডাকা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ভবনটি খুব বেশি পুরোনো না হলেও জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বেশিরভাগ ফ্ল্যাট খালি ছিল।

সুরাটের জেলা প্রশাসক ডা. সৌরভ পারঘি বলেন, ছয়তলা একটি ভবস ধসে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে এক নারীকে জীবিত উদ্ধার করেছি। আরও চার বা পাঁচজন ভেতরে আটকা থাকতে পারেন।

তিনি বলেন, এনডিআরএফ এবং এসডিআরএফের দলগুলোকে দ্রুত উদ্ধারকাজের জন্য চাপ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে বাকিদেরও উদ্ধার করতে সক্ষম হবো।

ভবনটি ধসে পড়ার কারণ উদঘাটনে তদন্ত হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com