মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর অভিযানে ভাসানটেক থেকে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার ভুক্তভোগীর তথ্যে র‍্যাব-১ এর অভিযানে উত্তরা থেকে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তের  প্রতিবাদে বিমানবন্দর কূর্মীটোলায় সংবাদ সম্মেলন মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘গুলিস্তান ব্লকেড’, যান চলাচল বন্ধ ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা সাম্য হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও হায়দ্রাবাদে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৭ রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, বন্ধ প্রধান ফটক

বাংলাদেশের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন ভারত

  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ দারুণ সব জয়ে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ফাইনালে উঠেছিলও বাংলাদেশ। একমাত্র হারটি ছিলো ভারতের কাছে। সেই ভারতকে ফাইনালে পেয়ে প্রতিশোধ নিতে পারেনি সুমাইয়া আক্তারের দল। কুয়ালালামপুরে ভারত আজ ৪১ রানের জয়ে বাংলাদেশের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৮ রানের। ১৮.৩ ওভারে ৭৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের সামনে ওপেনার ফাহমিদা ছোঁয়া আর চার নম্বর ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি।

ছোঁয়া ২৪ বলে ১৮ আর জুয়াইরিয়া ৩০ বলে করেন ২২ রান। বাকিরা কেউ দুই অংকও ছুঁতে পারেননি।ভারতের আয়ুশি শুক্লা ৩টি আর পারোনিকা সিসোদিয়া ও সোনম যাদব নেন ২টি করে উইকেট।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারতের ইনিংস।ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি (৫) আর সানিকা চালকেকে (০)।

গনগাডি তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখেন। অবশেষে ১২তম ওভারে এসে ভারতীয় অধিনায়ককে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। এরপর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি।

একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। এরপরই যেন ধৈর্য হারিয়ে ফেলেন। তার উইকেটটি তুলে নেন দুর্দান্ত বোলিং করা ফারজানাই। ৪৭ বলে ৫২ রানের ইনিংসে ৫টি চার আর ২টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত। সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে একশ পার করে দেন। শুক্লা ১০ আর বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত।

ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে একাই নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার নিশিতা নিশির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com