সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত

হাফসা উত্তরা :
দীর্ঘদিন বিদেশে থাকার পর আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন বিএনপির অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন।
আজ সোমবার সকাল সাড়ে দশটায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়।
দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও দেশের রাজনীতির সাথে তিনি ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি বিদেশে বসেই বিএনপির নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আন্দোলনকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত ছিলেন। শত ব্যবস্থার মধ্যে
তিনি এ দেশের মানুষকে ভুলতে পারেননি।
বিদেশে থেকেও সর্বদা নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। কর্মীদের বিপদ আপদে নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। এ সময়
তিনি সাংবাদিকদের বলেন, দল যদি আমাকে আগামী সংসদ নির্বাচনে এমপি মনোনীত করে মনোনয়ন দেন তাহলে নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ করেন। তিনি আরো বলেন, আপনারা জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান, দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।
এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. শহিদুল ইসলাম সেলিম, আবুল বাশার, মো. সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম এখলাসসহ শত শত নেতাকর্মী।সুত্র ইনকিলাব

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com