ক্রীড়া ডেস্কঃ ক্রিকেটে যুক্তরাষ্ট্রের পথচলাটা খুব বেশিদিনের নয়। তবে এর মাঝেই উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে মার্কিন মুলুকের দেশটি। এমনকি ভারতের ৪০ বছরের পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। গড়েছে সবচেয়ে কম রান করে ওয়ানডে ম্যাচ জেতার রেকর্ড।
আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এ ওমানের আল আমেরাতে এই রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে পূর্ণ ৫০ ওভারের কোনো ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে জয়ের রেকর্ড ছিল ভারতের। ১৯৮৫ সালে আরব আমিরাতের শারজায় রথমেন্স ফোর-ন্যাশনস কাপে পাকিস্তানের বিপক্ষে ১২৫ রান করে ৩৮ রানে জিতেছিল তারা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ওমান ম্যাচটি ছিল স্পিনারদের দখলে। ম্যাচে মোট ৯ জন বোলার ব্যবহার করা হয় এবং সবাই স্পিনার। পুরুষদের ওয়ানডে ইতিহাস এটিই প্রথম ম্যাচ, যেখানে কোনো ফাস্ট বোলার বল করেননি। এর আগে ৪৬৭১টি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি।
ম্যাচের পতন হওয়া ১৯টি উইকেটও ওয়ানডেতে স্পিনারদের সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড করেছে। এর আগে ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডেতে স্পিনাররা ১৯ উইকেট নিয়েছিলেন।
গতকাল যুক্তরাষ্ট্রের নোস্থুশ কেনজিগ ক্যারিয়ারসেরা ১১ রানে ৫ উইকেট শিকার করেন, ফলে ওমান ২৫.৩ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয়।
যুক্তরাষ্ট্র ও ওমান ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট রান হয় মাত্র ১৮৭। উভয় দলই অলআউট হয়েছে, এমন ওয়ানডেতে যা ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০১৪ সালে ভারত-বাংলাদেশ ম্যাচে মাত্র ১৬৩ রান হয়েছিল।
আল আমেরাতে এই টুর্নামেন্টে স্পিনারদের আধিপত্য ও কম রান করা ছিল নিয়মিত ঘটনা। বিশেষ করে স্বাগতিক ওমানের ম্যাচগুলোতে। ওমানের প্রথম ইনিংসে ব্যাট করা ৮টি ম্যাচেই অলআউট হয়েছে ১৭০ রানের কমে, অন্যদিকে বাকি চারটি ম্যাচে স্কোর ছিল ২৪০-এর বেশি।