হাফসা উত্তরা :উত্তরা জামির আলী মার্কেট অবৈধ দখল ও সাংবাদিক হেনস্তাকারী এবং বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী রাবেয়া সনি ও আল-আমিন কে গ্রেফতার করেছে যৌথবাহিনি।
জানাগেছে তাদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানা,
আশুলিয়া থানা ও ভাটার থানা সহ একাধিক ছাত্র হত্যা মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(৬ মার্চ) রাত ৭.৩০ মিনিট থেকে এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সুত্রে জানা যায়, গত ০৭/১০/২০২৪ ইং তারিখে জামির আলী মার্কেটে গন্ডগোল হচ্ছে এবং সেখানে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন তথ্য সংগ্রহ করতে যায়। ১নং বিবাদী রাবেয়া সনি সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এছাড়া ২নং বিবাদী আল-আমীন ঘটনাস্থলে উপস্থিত ছিলো।
উত্তরা পশ্চিম থানায় ১ নং বিবাদী রাবেয়া সনি(৩৪) পিতা জমির আলি ও ২ নং বিবাদি মো আল আমিন(৩৮) পিতা অজ্ঞাত সহ আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে সেসময় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।কিন্তু সে মামলা ও উত্তরা পশ্চিম থানায় নিতে অপরাগতা প্রকাশ করে।
এছাড়া শেখ হাসিনা আমলে তৎকালীন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের ও এমপি হাবীব হাসান কে ব্যবহার করে তারা এই মার্কেট দখল নিয়ে যায়। সে সময় জমির মালিক ওমর ফারুক কে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হয়।