বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দগ্ধদের চিকিৎসা দিতে চীন থেকে আসছে মেডিকেল টিম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিক্যাল টিম ঢাকায় পৌঁছবে। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচজন দগ্ধ রোগীর বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি মেডিক্যাল টিম ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসবে।

ঢাকায় এসে তারা প্রয়োজনীয় সব সহায়তা এবং মূল্যায়ন দেওয়ার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন।

বার্তায় আরো জানানো হয়, আজ (২৪ জুলাই) সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশ জরুরি ভিত্তিতে কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল গঠন করে। তারা বাংলাদেশের জাতীয় বার্ন ইনস্টিটিউটের সঙ্গে এক ভার্চুয়াল ভিডিও পরামর্শ সভা আয়োজন করে।

এই ভিডিও কনফারেন্সে চীনা বিশেষজ্ঞদের মধ্যে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি রোগ এবং শিশু শ্বাসপ্রশ্বাসজনিত রোগ বিশেষজ্ঞরা অংশ নেন।

তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত কয়েকজন রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করেন এবং চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এর আগে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিক্যাল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিক্যাল টিম ঢাকায় আসে।

এর আগে, গত ২২ জুলাই (মঙ্গলবার) প্রথম যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন। এ ছাড়া, জাপান সরকারও অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com