হাফসা উত্তরা : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজমল হুদা মিঠু হামিনে মুক্তি পেয়ে এসে আবারও ইফতার নিয়ে সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে। উত্তরা পশ্চিম থানা বিএনপির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিন ৪-৫ শতাধীক রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পবিত্র মাহে রমজানের শুরু থেকে প্রতিদিনের ন্যায় আজও উত্তরা পশ্চিম থানার অন্তর্গত আজমপুর আমির কমপ্লেক্স এলাকা,উত্তরা ৫ নং সেক্টর ও সোনারগাঁ জনপথ রোড এলাকায়
গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দগণ।
আজকের ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ন-আহবায়ক আলাউদ্দিন আহমেদ ও ফিরোজসহ উত্তরা পশ্চিম থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।প্রসংগত গত ১০ই মার্চ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ২০১৩ সালের সাজানো মিথ্যা মামলার ওয়ারেন্টে আজমল হুদা মিঠু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়।