মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত: আলী রীয়াজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে— এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, খসড়া দেওয়া হয়েছে আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হবে, সেগুলোর চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।

তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর ২০টি মৌলিক সংস্কারের প্রস্তাবনার মধ্যে ইতোমধ্যে ১২টির বিষয়ে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত তৈরি হয়েছে। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হওয়া গেছে। দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে আগামীকাল (৩০ জুলাই) দুপুরের মধ্যে এসব বিষয়ে অংশগ্রহণকারী দলগুলোকে চূড়ান্ত মতামত দিতে হবে।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ সমাপ্ত করতে চায় কমিশন-জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবে হোক সনদের চূড়ান্ত রূপ অন্তত পক্ষে, যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কয়েকটি দলের নতুন প্রস্তাবের বিষয়ে আলী রীয়াজ বলেন, সেগুলো সমন্বিত করে একটি প্রস্তাব আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। কারণ, প্রত্যেকটি দলের নিজস্ব বক্তব্য থাকবে, সেটি বিবেচনায় প্রস্তাবগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি।

এদিকে বৈঠকে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com