নতুন বাংলাদেশের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখলেও গত এক বছরে কার্যকর কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সর্বশেষ ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির পর সংগঠনটির বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা হতে যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, রাকিব-নাছিরের নেতৃত্বাধীন কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও সাম্প্রতিক নির্বাচনেই সেই ব্যর্থতা স্পষ্ট হয়েছে। এ কারণে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের শুরুতেই নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি চলছে।
কেন ভাঙছে কমিটি?
বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ:
ত্যাগী নেতাকর্মীদের বঞ্চনা
অন্য সংগঠনের নেতাদের পদায়ন
সভাপতি-সাধারণ সম্পাদকের জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যস্ততা এসব কারণে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কারা আলোচনায়?
সভাপতি পদে আলোচনায় যারা
আবু আফসান ইয়াহিয়া, শ্যামল মালুম, ইজাজুল কবির রুয়েল, মঞ্জুরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, আবু জাফর, সাফি ইসলাম, রিয়াদ রহমান, মশিউর রহমান মামুন ও আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,
সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা
যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান, ফারুক আহমেদ, আরিফুল ইসলাম, হাসানুর রহমান, মুস্তাফিজুর রহমান, শরীফ প্রধান শুভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র সাহস, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ
সুপার ফাইভের আলোচনায় যারা
নাহিদুজ্জামান শিপন, আবু হান্নান তালুকদার, নাসির উদ্দিন শাওন, রাজু আহমেদ, ইব্রাহিম খলিল, ওমর ফারুক মামুন, জাহিদ হাসান শাকিল, মিনহাজ আহমেদ প্রিন্স ও আব্দুর রহমান রনি।
নতুন নেতৃত্বের প্রত্যাশা
কেন্দ্রীয় নেতাদের মতে, সাম্প্রতিক ব্যর্থতার পর ছাত্রদলকে নতুন নেতৃত্বে পুনর্গঠন করা জরুরি। এতে সংগঠন আরও গতিশীল হয়ে আগামীর রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।