হাফসা আক্তার :শুক্রবার(২৬ সেপ্টেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিককে সাথে নিয়ে নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম নরসিংদীর মাধবদী থানা এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তারা পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হয়ে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্ন ও সুষ্ঠু পূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় ডিআইজি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। উভয় কর্মকর্তাই আশা প্রকাশ করেন, সারাদেশে পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।
এ সময় নরসিংদীর জেলা প্রশাসক, নরসিংদী মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।