 
							
							 
                    সীমা প্রধান :উত্তরা থেকে মোটরসাইকেলসহ নিখোঁজ হয়েছেন মুস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি।
ঢাকা মেট্রো-ল ৬৭-১২৬১ নম্বর মোটরসাইকেলসহ তিনি নিখোঁজ হন কয়েকদিন আগে।
পরিবার জানায়, মুস্তাফিজুরকে সর্বশেষ বনানী এলাকায় দেখা গিয়েছিলেন।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাসিন্দা মুস্তাফিজুর বর্তমানে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টে থাকতেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পরিবার।
নিখোঁজ মুস্তাফিজুরের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তারা।