সীমা প্রধান :
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাতিজাকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিও।
শনিবার দুপুরে রায়পুরা থানার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি এলাকায় বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়ার পক্ষের লোকজন ভাতিজা শাকিল (২২) ও ফুরা মিয়ার (২৬)-এর ওপর অর্তকিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী। তিনি তদন্তের অগ্রগতি ও আসামিদের অবস্থান শনাক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সুপার
ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ৫টি দা ও ৪টি ছুরি উদ্ধার করা হয়েছে।