মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে সমুদ্র পরিবহনে অংশীদারত্বের প্রস্তাব পাকিস্তানের শাহজালালের কার্গো ভিলেজে আগুনের তদন্ত প্রতিবেদন হস্তান্তর নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে সমর্থন চাইলেন নৌ উপদেষ্টা পর্যবেক্ষকদের চোখ যদি দুষ্ট হয়, আমাদের ইলেকশন দেখাটাও সঠিক হবে না: সিইসি সরকার চালাতে হলে দায়িত্বশীল বিরোধী দল দরকার; গয়েশ্বর চন্দ্র রায় কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন বেবিচকে প্যাসেঞ্জার বোডিং ব্রিজ অপারেশন কোর্স ব্যাচ-২ সনদ প্রদান ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

সরকার চালাতে হলে দায়িত্বশীল বিরোধী দল দরকার; গয়েশ্বর চন্দ্র রায়

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

হাফসা আক্তার :

নির্বাচন নিয়ে একটি মহল একেক সময় একেক কথা বলে, যারা এক সময় এই দেশের স্বাধীনতার বিরোধীতা করছে তাদের কথা শোনার জন্য বেঁচে আছি নাকি বলে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দায়িত্বশীলতার সাথে সরকার চালাতে হলে দায়িত্বশীল বিরোধী দল দরকার।
এসময় তিনি বলেন, বিএনপির সার্বিক সহযোগিতা ও দূরদর্শী নীতির আলোকে যাত্রা শুরু করলো পৃথিবীর সর্বপ্রথম শিক্ষা–ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফ্লাইবুক’।
আজ উত্তরা ৪ নং সেক্টর বাংলাদেশ ক্লাবে সকালে ফ্লাইবুকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ রায়।
তিনি আরো বলেন জ্ঞানের বিস্তার, শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও শিক্ষার গণতন্ত্রীকরণের এক নতুন যুগের সূচনা করবে
শিক্ষা ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্লাইবুক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিক্ষার অগ্রযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে রূপকল্প ও উন্নয়নভিশন ধারণ করেছে, তার ধারাবাহিকতায় নতুন দিগন্ত উন্মোচন করছে ফ্লাইবুক অ্যাপস,
ফ্লাইবুক হবে ভবিষ্যতমুখী শিক্ষা-প্রযুক্তি প্ল্যাটফর্ম। যেখানে শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপির যে অঙ্গীকার সেটি বাস্তবায়নে সারা দেশে ৪ কোটি লাইব্রেরি প্রতিষ্ঠার কথা জানানো হয়েছে।

শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মান ধরে রাখতে বিএনপির নীতিগত সহায়তায় ফ্লাইবুক নিয়ে এসেছে এআই ভিত্তিক এক্সাম সিস্টেম—যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা অক্সফোর্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান ফ্লাইবুক কর্তৃপক্ষ।
তারা বলেন,
একটি ন্যায্য, জ্ঞানভিত্তিক ও সহযোগিতামূলক পৃথিবী গড়ার প্রত্যয় থেকে বিএনপির সহযোগীতায় ফ্লাইবুক উদ্যোগ নিয়েছে বিশ্বের সকল সামাজিক ও মানবিক সংগঠনকে এক প্ল্যাটফর্মে একত্রিত করার।
এসময় বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যথারীতি বিরোধী দল বলতে যা বোঝায়, তা গত ১৬ বছর ছিল না। দায়িত্বশীলতার সাথে সরকার চালাতে হলে দায়িত্বশীল বিরোধী দল দরকার। বিরোধী দল মানেই শত্রু না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন ও আফাজ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com