হাফসা আক্তার :হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫.০৫ ঘটিকায় রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশী চলাকালীন ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিকৃত মালামালের ভিতরে ১৯০০ পিস কমলা রঙ্গের ট্যাবলেট যার বানিজ্যিক নাম “ইয়াবা” শণাক্ত করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে উক্ত বিষয়টির ব্যাপারে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। মাদকদ্রব্যের এই বিস্তারের বিরুদ্ধে শুন্য সহনশীল নীতি অনুসরণ করে বিমানবন্দরের নিরাপত্তার জন্য এভিয়েশন সিকিউরিটি বিভাগ বিভিন্ন নজরদারি, গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে বেবিচক কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।