নিজস্ব প্রতিবেদক :সিভিল এভিয়েশন একাডেমিতে আজ “Security Culture in Aviation” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন খাতে নিরাপত্তা সংস্কৃতি আরও শক্তিশালী এবং কার্যকর করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইকাও (ICAO) ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি বিমান নিরাপত্তা সংস্কৃতির গুরুত্ব, চ্যালেঞ্জ ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো: আসিফ ইকবালসহ সিভিল এভিয়েশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। বক্তব্য প্রদানকালে বেবিচকের সদস্য ( নিরাপত্তা) বিমানবন্দর ও বিমান পরিচালনার বিভিন্ন স্তরে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং কর্মীদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বিমানবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং এভিয়েশন নিরাপত্তা সংস্কৃতি আরও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়৷
দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত জনবলের মাঝে নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমি কর্তৃক এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হয়ে থাকে।