হাফসা আক্তার : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে স্টোর অফিসার সিদ্দিকুর রহমান (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার ভোরে টঙ্গী বাজার বাটা গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বি আর টি প্রকল্পের সিঁড়ির ওপর এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো কেরানীগঞ্জ যাওয়ার পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে এবং বাধা পেয়ে বাম হাতে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সিদ্দিকুর রহমান টঙ্গীর মধুমিতা রোডের আপনের হাউজিং-এ পরিবারসহ ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, তদন্ত চলছে এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।