আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় আবারও ঘটল মর্মান্তিক নৌকাডুবি। ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশী। গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে গত শনিবার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। দুটি মরদেহ সাগর থেকে জীবিত উদ্ধার হয়েছেন ২ জন। নিহতদের জাতীয়তা এখনো নিশ্চিত হয়নি।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ক্ষুদ্র দ্বীপ ক্রিসি থেকে ৪০ কিলোমিটার দূরে একটি তুর্কি পণ্যবাহী জাহাজ অভিবাসী নৌকাটি প্রথমে সনাক্ত করে। তারা দ্রুত গ্রীক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।
কর্মকর্তা আরও জানান, বেঁচে যাওয়া ব্যক্তিদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।
২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা হয়ে দশ লাখেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশের সময় গ্রীসের উপকূল ব্যবহার করেছে। প্রায়শই মারাত্মক দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায়।