হাফসা আক্তার : উত্তরা পশ্চিম থানা বিএনপির পরিশ্রমী, ত্যাগী ও মানবিক নেতা আজমল হুদা মিঠুর বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম-আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক (দপ্তরের দায়িত্বে) লিখিত ভাবে এ তথ্য জানান।
আজ ২৩ শে জানুয়ারি দলীয় প্যাডে লিখিত ভাবে জানানো হয় আজমল হুদা মিঠু যুগ্ম- আহবায়ক উত্তরা পশ্চিম থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর এর দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
লিখিত চিঠিতে বলা হয় দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারণে ইতোপূর্বে আপনাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে উক্ত বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
আপনি এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে যথাসাধ্য ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।