রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

অপূর্ব-তিশা ও ঈদ আয়োজন

  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে মিডিয়া পাড়ায় চলছে ব্যাপক আয়োজন। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, গানসহ নানা রকম আয়োজন নিয়ে ব্যস্ত শোবিজের মানুষজন।

সবাই চাইছে দর্শকদের চাহিদা অনুযায়ী মনের খোরাক দিতে। তেমনি মানুষের ঈদের খুশিকে বাড়াতে প্রতি বছরই কিছু চমক রাখতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডেডলাইন মিউজিক’। এবার ঈদেও তার ব্যতিক্রম হচ্ছেনা। প্রতিষ্ঠানটি ঈদে ৫ দিনে ৫টি নাটক এবং মিউজিক ভিডিও প্রকাশ করবে।
এসকল অনুষ্ঠানগুলো নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে অতি পরিচিত, সমাদৃত, নন্দিত সকল লেখক ও নির্মাতারা এবং এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা।

তারমধ্যে ঈদের দিন প্রকাশ হবে নাটক ‘মায়া’। রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, তানজিন তিশা। ঈদের ২য় দিন নাটক ‘ডাবল ট্রাবল’ প্রকাশ করা হবে। এর পরিচালক মো. মেহেদী হাসান, রচনা মো. রুহুল আমিন পথিক। এতে অভিনয় করেছেন, মুশফিক আর ফারহান, শামিম হাসান সরকার।

ঈদের ৩য় দিন নাটক ‘থাপ্পড় থেরাপি’ দেখা যাবে। রচনায় আমিনুল ইসলাম অনিক ও পরিচলনায় এস আর মজুমদার এবং এতে অভিনয় করেছেন ফাহিম ইসলাম, সিনি স্নিগ্ধা, সিয়াম নাসির, নুসরাত।

ঈদের ৪র্থ দিন নাটক ‘টিকটকে ভাইরাল’ প্রকাশ করবে ডেডলাইন। এর রচনা ও পরিচলনায় আছেন এস আর মজুমদার। অভিনয় করেছেন ফাহিম ইসলাম, সিনি স্নিগ্ধা, মিশু সাব্বির, নাবিলা ইসলাম, চাষী আলম।

ঈদের ৫ম দিন প্রকাশ হবে নাটক ‘বাম পাঁজড়ের হাড়’। পরিচালনায় কাজী ইমরান, রচনায় মো. ইকরাম-উল-করিম। এর অভিনয়শিল্পীরা হলেন ফাহিম ইসলাম,সৌমি, দোলন দে।

এ প্রতিষ্ঠান থেকে প্রকাশ হবে জাকারিয়া খান রিজনের ‘আত্মার অভিশাপ’, শাহরিয়ার রাফাতের ‘দিবানিশি প্রেমে’, ফাহিম ইসলামের ‘আমি যেতে চাই’ গানগুলোর মিউজিক ভিডিও।

ঈদ আয়োজন নিয়ে ডেডলাইনের কর্ণধার জনপ্রিয় সংগীতশিল্পী ফাহিম ইসলাম বলেন, ‘ডেডলাইন এন্টারটেইনমেন্ট বরাবরের মতো এবারের আমাদের ঈদ আয়োজনে গানের পাশাপাশি নাটক ও গান নিয়ে আসছি। আর এটা আমরা করেছি সব শ্রেণির দর্শক শ্রোতাদের কথা মাথায় রেখে। আমার বিশ্বাস, নাটক ও গান পিপাসুরা এবারের ঈদে ডেডলাইন এন্টারটেইনমেন্টের এই আয়োজন থেকে পরিপূর্ণ বিনোদন পাবেন।’

তিনি আরও বলেন, আগামী ১০ আগস্ট থেকে ডেডলাইন এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে ধরাবাহিকভাবে এই নাটক ও গানগুলো প্রকাশিত হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে পুরনো গান ও নাটকগুলো দেখার সুযোগ তো থাকছেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com