শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মমতা দোকানে চা বানাচ্ছেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ২০৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: অতীতে এমন ভঙ্গিমায় তাকে বহুবার দেখা গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর বেড়েছে কাজের চাপ। দল, সরকার সব সামলে সময় হয়ে ওঠে না। কিন্তু বুধবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় আবারও তাকে দেখা গেল ‘চা ওয়ালা’ রূপে।

বাংলা-ওড়িশা সীমান্তের দত্তপুরপল্লীর একটি চায়ের দোকানে ঢুকে তিনি নিজের হাতে চা বানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্থানীয় পরিমল জানার চায়ের দোকানে মন্ত্রী-সাংসদদের সঙ্গে বেশ কিছু সময় ধরে আলাপ করছিলেন। এর পরেই চা খেতে এবং অন্যদের খাওয়াতে নিজেই চা তৈরিতে হাত লাগান।

দোকানদারকে শেখালেন কতটুকু পানি দিতে হবে, কতটুকু দুধ-চিনি লাগবে আর কতক্ষণ ফোটানো হলে ভালো চা হবে। চা খেতে খেতে মমতা বলেন, আমি আগেও চায়ের দোকানে বসতাম। এটা নতুন কিছু নয়। এখান থেকেই তো মানুষের সব কথা শোনা যায়। মানুষের কাছে পৌঁছানো যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। তাদের মতে, মুখ্যমন্ত্রী খুবই সাধারণ জীবন-যাপন করেন। তিনি এই বার্তাই দিতে চেয়েছেন। আর এভাবেই তিনি মানুষের খুব কাছে পৌঁছাতে চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com