পাবনা প্রতিনিধি: ট্রেন চালানোতে মারাত্বক ও ক্ষমার অযোগ্য অনিয়ম করায় রেলওয়ে পাকশী বিভাগের ট্রেন চালক ও শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান এবং সহকারী ট্রেন চালক আহসান উদ্দিন আশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এঘটনার পর পাকশীর এইএন মোঃ শিপন আলীকে আহবায়ক করে তিন সদস্য করে তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। গত সোমবার বিকেলে পাকশীর ডিএমই লোকো আশিষ কুমার মন্ডলের অফিসের একটি দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে,ঈশ্বরদী,পাবনা ও রাজশাহীর মধ্যে চলাচলকারী পাবনা এক্সপ্রেস ট্রেনটি খালি র্যাক নিয়ে প্রতিদিন সকালে ঈশ্বরদী থেকে পাবনা স্টেশনে গিয়ে অবস্থান করার পর রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। নিয়মানুযায়ি ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে ছাড়ার আগে ট্রেন চালক ও সহকারী ট্রেন চালককে ঈশ্বরদী স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্রেন পরিচালকের সাথে দেখা করে নির্দিষ্ট খাতায় স্বাক্ষর করার পর পরিচালকের অনুমতি নেওয়ার কথা। কিন্তু তারা খাতায় স্বাক্ষর ও পরিচালকের অনুমতির তোয়াক্কা করেননি। এমনকি চালক ছাড়াই সহকারী চালক ট্রেনের খালি র্যাক নিয়ে পাবনা স্টেশনে গিয়ে অবস্থান করেন পাবনা স্টেশন থেকে যাত্রী ভর্তি করে নির্দিষ্ট সময়ে রাজশাহী স্টেশনে গিয়ে পৌঁছায়। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসার সাথে সাথে তাদের অনিয়ম ধরা পড়লে ঐ দু’জনকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। কমিটিকেসাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।