পাবনা প্রতিনিধি: গতকাল বুধবার সকালে ঈশ্বরদী-বাঘা রোডের আরামবাড়িয়া বাজার ও মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে রোড সংস্কারের দাবিতে প্রতিশ্রুতি সেবা ও উন্নয়ন মূলক সংস্থার পক্ষ থেকে মানববন্ধন-সমাবেশের আয়োজন করা হয়। সংস্থার মহাপরিচালক আসাদুজ্জামানের সভাপতিত্বে ঘন্টাকাল ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন,ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা,হাসিবুর রহমান,মোস্তাফিজুর রহমান স্বজন,রাফি,রায়হান ও সজিবসহ অন্যরা ।
বক্তারা অভিযোগ করে বলেন,প্রতিদিন অতিরিক্ত পরিমাণ ওভার লোডিং ও ফিটনেস বিহীন যানবাহন চলাচলের কারণে ঈশ্বরদী থেকে লালপুর ও বাঘা হয়ে রাজশাহীর মধ্যে চলাচলের একমাত্র রোডটি অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় রোডটির সারা শরীরে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে । ফলে দৈনিক কর্মসহ নানা কারণে ঈশ্বরদী থেকে বাঘা পর্যন্ত চলাচলকারী প্রায় ৩৫ লাখ মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই কারণে প্রতিনিয়ত অপ্রত্যাশিত দূর্ঘটনার কবলে পড়ে অনেককে প্রাণ হারাতে হচ্ছে। এমনকি অনেককে পঙ্গুত্ব বরণও করতে হচ্ছে। তারা জনস্বার্থে রোডটির প্রশস্ততা বৃদ্ধি ও সংস্কার করণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এর আগে আয়োজকরা আরামবাড়িয়া বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।