ক্রীড়া প্রতিবেদক: বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক। এবার অলিম্পিক হবে জাপানের টোকিওতে। এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রধানমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেয়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণের বিষয়টি অবহিত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আইওসি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বিওএর দুই শীর্ষ কর্তা দেখা করতে গিয়েছিলেন মূলত আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ গেমস নিয়ে। গেমসের জন্য প্রায় ৪০ কোটি টাকার বাজেট সরকারকে দিয়েছে অলিম্পিক।
বাংলাদেশ গেমস প্রসঙ্গে সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ গেমস আয়োজনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি এসএ গেমসের সাফল্যেও বেশ খুশি হয়েছেন। ভবিষ্যতে যেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারি সেই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।