সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আইপিএলে ভারতীয় দল নিয়ে মালিকের ক্ষোভ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২০১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ভারত। এরপরে ৩১ বছরের লজ্জা ফিরিয়ে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয় দলটি। এ পুরো সিরিজে একবারো আকাশি-নীল জার্সিতে মাঠে নামেননি রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামলেও মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন রিশভ পান্ত। সুযোগ পাননি তিনিও। আর এ নিয়ে যত ক্ষোভ দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দালের।

এবারের আইপিএলে পান্ত, অশ্বিন দুজনেই খেলবেন দিল্লির হয়ে। তবে আইপিএলের আগে তার খেলোয়াড়দের অলস সময় কাটানো ভালো লাগেনি জিন্দালের। তবে আইপিএলের কোনো দলের মালিকের এমন প্রশ্ন তোলাটা কিছুটা বিস্ময়করই বটে। এর আগে দলগুলোর কোচরা নিজ ক্লাবের খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে কথা বললেও মালিকদের মধ্যে এটাই প্রথম।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পান্তকে বসিয়ে রাখা নিয়ে জিন্দাল বলেন, ‘কেন শুধু শুধু বেঞ্চে বসিয়ে রাখার জন্য পান্তকে নিয়ে গেল? এ সময় সে নিউজিল্যান্ড ‘এ’ দল বা ঘরোয়া ক্রিকেট খেললে তার বেশি কাজে আসত। তার মতো প্রতিভাবান একজন খেলোয়াড়ের পঞ্চম টি-টোয়েন্টি বা শেষ ওয়ানডেতে দলে না থাকাটা অর্থহীন।’

এদিকে ক্যারম বোলার অশ্বিনকে নিয়ে আক্ষেপ করে জিন্দাল বলেন, ‘অশ্বিন কেন এ দলে নেই জানি না! মনে হচ্ছে, উইকেট শিকারীদের প্রতি নির্বাচকদের বিদ্বেষ আছে! টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশড হওয়ার পরে কিউইরা দেখিয়েছে যে বিশ্বকাপের সেমি-ফাইনালে জয়টা কোনো চমক ছিল না। ভারতের উইকেট শিকারী ও এক্স-ফ্যাক্টর খেলোয়াড়দের একাদশে দরকার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com