বিনোদন ডেস্ক : অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো নাটক রচনা করলেন এই অভিনেত্রী। ‘থার্ড আই’ নামে এ নাটক পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।
মেহজাবিন চৌধুরী বলেন, ‘এটাই আমার লেখা প্রথম নাটক। নিজের সচেতনতার ভাবনাটাকে গুরুত্ব দিয়ে এটা লিখেছি। আমাদের পারিপার্শ্বিক অবস্থা, চলাফেরা থেকে অনেক গল্প খুঁজে পাই। সামনে যদি সেরকম সুযোগ হয় তাহলে হয়তো মাঝেমাঝেই লিখার চেষ্টা করব।’
গত ২৬-২৭ ফেব্রুয়ারি নগরীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটক রচনার পাশাপাশি এর মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এতে তাকে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে দেখা যাবে।
নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, ‘‘নারীরা যেন এখনো কোথাও নিরাপদ না। হোক সেটা রাস্তা কিংবা শপিংমলে। শপিংমলে নারীদের পোশাক পরিবর্তন করাটাও এখনো ঝুঁকিপূর্ণ। এমন বিষয় নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘থার্ড আই’।’’
‘গত বছরও নারী দিবসে নাটক নির্মাণ করেছিলাম, সেটি বেশ প্রশংসিত হয়েছিল। এবার যখন একই প্রজেক্ট পেলাম তখন মেহজাবিনের সঙ্গে আলাপকালে সে তার পছন্দের একটি গল্প শেয়ার করে। গল্প শুনে মনে হলো, এরকম সচেতনতাটা আমাদের মধ্যে সবসময় থাকা দরকার। সেই জায়গা থেকে তার গল্প নিয়েই কাজটা করি এবং খুব সুন্দর একটি কাজ হয়েছে। মেহজাবিন কাজটির বিষয়ে ভীষণ সহযোগিতা করেছে।’ বলেন শ্রাবনী।
মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন—মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। আগামী ৮ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচার হবে।