ক্রীড়া ডেস্ক : শেষ ধাপের পাকিস্তান সফরে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে খেলবে টাইগাররা। আর ৫ এপ্রিল থেকে শুরু হবে টেস্ট।তিন ধাপের পাকিস্তান সফরের দুই ধাপ শেষ করেছে বাংলাদেশ। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ এরপর একটি টেস্ট খেলে এসেছে। তৃতীয় ও শেষ ধাপে আগামী মাসে একটি ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট খেলতে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশ দলের।
তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এই সফর নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে এখনো করোনা ভাইরাসের রোগী সনাক্ত না হলেও পাকিস্তানে ইতিমধ্যে ৫ জন আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস আতঙ্কে সিন্ধু প্রদেশের সব স্কুল-কলেজ ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি পাকিস্তান সফর করবে? এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। এ বিষয়ে আমরা কখনোই আপোষ করব না। বিষয়টি নিয়ে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কথা বলব। যদি আমরা কোনো প্রকার ঝুঁকি দেখি, তাহলে কোনোভাবেই পাকিস্তানে আমাদের দল পাঠাব না। যদিও এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। আমাদের হাতে সময় আছে।’