নিজস্ব প্রতিবেদক : অসহায়-ছিন্নমূলদের জন্য ঢাকা শহরের জনবহুল স্থানে কয়েকটি এবং প্রতিটি জেলা শহরে একটি করে লঙ্গরখানা খোলার জানিয়েছে হানিফ বাংলাদেশি।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিুবাদ কর্মসূচি পালনকালে তিনি এ দাবি জানান।
হানিফ বাংলাদেশি বলেন, ছিন্নমূল মানুষ এখন আর করোনায় নয়, ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। কোনো বাসাবাড়ি, দোকানপাটে ছিন্নমূল মানুষদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সরকারি-বেসরকারিভাবে কেউ তাদের কথা ভাবেনি। লকডাউনের ফলে তাদের দুঃখ-দুর্দশা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, করোনার বিস্তার রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় করা হচ্ছে। কিন্তু রাজধানীসহ সারা দেশে গৃহহীন অসহায়-ছিন্নমূলদের কথা কেউ ভাবেনি। এখন পর্যন্ত তাদের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। করোনা আতঙ্কের সাথে ক্ষুধার জ্বালা তাদের দুর্ভোগ বাড়িয়েছে।
হানিফ বাংলাদেশি আরো বলেন, সরকার, বিভিন্ন এনজিও ও বিত্তশালীদের প্রতি আমার আহ্বান থাকবে-এই দুর্যোগের সময় অসহায়-ছিন্নমূলদের সাহায্যে এগিয়ে আসুন। রাজধানীসহ সারা দেশের জনবহুল স্থানে লঙ্গরখানা স্থাপনের মাধ্যমে তাদের ক্ষুধার জ্বালা দূর করুন।