শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অসচ্ছল ৫০ জন নাট্য পরিচালকের পাশে ডিরেক্টরস গিল্ড

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ১৯৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : দুর্যোগময় করোনাকালে অসচ্ছল ৫০ জন নাট্য পরিচালকের পাশে দাঁড়িয়েছে টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদ জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে ৫০ জন সহকর্মী ও সহযোদ্ধা সাংগঠনিক সহযোগিতা চেয়েছিলেন। তাদের সবাইকেই প্রাথমিকভাবে সংগঠনের পক্ষ থেকে ‘ডিরেক্টরস গিল্ড গিফট হ্যাম্পার’ (২০ দিনের বাজার সুবিধা) গতকাল মঙ্গলবার সবার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া সহকারী পরিচালক, মেকআপ আর্টিস্ট ও তাদের সহকারী, লাইট বয়, প্রোডাকশন বয়দের সহযোগিতার জন্য আন্তঃসাংগঠনিক তহবিলে ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ডিরেক্টরস গিল্ডের সদস্যরা সম্মিলিতভাবে একটা তহবিল গড়ে তুলেছেন। গিল্ডের সদস্যদের সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রক্রিয়া চলমান রাখা সম্ভব হবে বলে জানিয়েছে সংগঠনটি।

করোনা সংক্রমণ রোধে নাটকের সব ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে। এতে দৈনিক মজুরিতে কাজ করা শুটিং ইউনিটের সদস্যদের পাশাপাশি যারা স্বল্প আয়ের পরিচালক তারাও অর্থনৈতিকভাবে দুঃসময় পার করছেন। আর এ পরিস্থিতিতে সহকর্মীর দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে সংগঠনটি।

বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com