বিনোদন ডেস্ক : সিনেমা জগতে পা রাখছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য। জি ফাইভ-এর বমফাড় অরিজিনাল ফিল্মের মাধ্যমে তার অভিষেক ঘটছে।
এদিকে তারকা সন্তান মানেই শুরু হয় মা-বাবার সঙ্গে তুলনা। তবে এ নিয়ে চিন্তিত নন পরেশ রাওয়াল পুত্র। পাশাপাশি চাপ নিতেও প্রস্তুত তিনি।
এক সাক্ষাৎকারে আদিত্য বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সফল অভিনয়শিল্পীদের সন্তান হওয়ায় আমরা অনেক সুবিধাও পাই। তাই এটি কীভাবে সামলাতে হয় জানি। যেহেতু বাড়তি সুবিধা পাচ্ছি, তাই সমালোচনা ও চাপ সইতেই হবে। অনেক সুবিধার পাশাপাশি, এর বিপরীতে দিকও রয়েছে। আমার বাবা একজন সফল অভিনেতা এবং তার সঙ্গে তুলনা করাটাকে আমি ভয় পাই না। কারণ ভালো করেই জানি আমি তার ধারে কাছেও না।’
তিনি আরো বলেন, ‘আমার বাবা এখন অন্য পর্যায়ে রয়েছেন। তাই, তার সঙ্গে তুলনা করার ভয় করি না। তিনি অনেক দূর এগিয়ে গেছেন। ব্যক্তিগতভাবে আমি স্বাধীন। আমি সবসময়ই মনে করি এটা আমার নিজের কাজ। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করি।’
পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করেন আদিত্য। হঠাৎ করেই অভিনয়ের প্রতি টান অনুভব করেন। এরপর থিয়েটারে যোগ দেন, শর্ট ফিল্ম তৈরি করেন এবং ক্যামেরার পেছনে বিভিন্ন সৃজনশীল কাজ করতে থাকেন।
তিনি বলেন, ‘অভিনয়ে ক্যারিয়ার শুরুর কথা শুনে বাবা খুবই খুশি হন, কারণ তিনি আমার কিছু কাজ দেখেছেন। তাই তিনি জানতেন আমার মধ্যে এই প্রতিভা আছে। এমনকি যখন ফুটবল খেলতাম তখনও কবিতা, শর্টফিল্ম, গল্প লেখতাম। এজন্য তিনি অনেক খুশি হয়েছিলেন।’
বমফাড় পরিচালনা করেছেন রঞ্জন চান্ডেল। পরিচালক হিসেবে এটি তার প্রথম সিনেমা। এছাড়া এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথমবার দেখা যাবে অর্জুন রেড্ডি সিনেমাখ্যাত অভিনেত্রী শালিনী পান্ডেকে। আগামী ১০ এপ্রিল এই সিনেমা মুক্তি পাবে। সিনেমাটির পরিবেশনা করছেন অনুরাগ কাশ্যপ।
সিনেমা প্রসঙ্গে আদিত্য বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত, আবার নার্ভাস। কারণ বর্তমান পরিস্থিতির কারণে এটি নিয়ে কারো সঙ্গে কথা বলতে, প্রচার করতে পারছি না। পুরো বিষয়টা স্বপ্নের মতো মনে হচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে এটি বিশেষ কিছু।