অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে ৯ এপ্রিল পর্যন্ত দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ রাখা হয়েছিল।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবাসমূহ প্রদান বন্ধের পূর্বঘোষিত সময়সীমা জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।
জরুরি কনসুলার সেবা গ্রহণ করার জন্য দূতাবাসের মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।