অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরিগুলোয় স্থাপন করা শিল্প ইউনিটের সব ধরনের সার্ভিস চার্জ আদায় আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিসিকের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
বিশ্বব্যাপী কোভিড-১৯ -এর কারণে দেশের শিল্পায়নের ধারাকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত সব শিল্প ইউনিটের ২০১৯ সালের বাড়ানো সার্ভিস চার্জসহ অন্যান্য চার্জ আদায় আগামী তিন মাস স্থগিত থাকবে।
বিসিক জানায়, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্পনগরী রয়েছে। শিল্পনগরী কর্মকর্তাদের এ আদেশ বাস্তবায়নে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালকদের বলা হয়েছে।
উল্লেখ্য, বিসিক কর্তৃপক্ষ শিল্পনগরীগুলোহ থেকে তিন ধরনের সার্ভিস চার্জ নিয়ে থাকে। ভূমি উন্নয়ন ফি, পানির বিল এবং শিল্পনগরীসমূহের রাস্তা ঘাট, ড্রেনেজ, কালভার্ট (অবকাঠামো ও ইউটিলিটি) জন্য সার্ভিস চার্জ।