নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৫৫ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ৫ হাজার ৯১৩ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৬২ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, নিহত তিনজনের সবার বয়স ৬০ বছরের উপরে। তাদের সবার বাসা ঢাকায়।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আটজন এ পর্যন্ত মোট সুস্থ হলো ১৩৯ জন। এ সময়ে নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৩০৯ জনের। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩৩২ জনের। নমুনা সংগ্রহের হার বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১১১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ২৪৮ জন।