করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় ১৯শ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমা অব্যাহত থাকলেও ব্যতিক্রম শুধু যুক্তরাজ্য। দেশটিতে একদিনে মারা গেছেন ৭৩৯ জন।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ৩৪ লাখ। সংক্রমণে মোট মৃত এখন প্রায় ২ লাখ ৪০ হাজার। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে মৃতের সংখ্যা ৫শ ছাড়িয়েছে। মৃতদেহ সৎকারে গণকবর তৈরি করেছে প্রশাসন। দেশটিতে মোট মৃত এখন সাড়ে ৬ হাজার, আক্রান্ত ৯২ হাজারেরও বেশি।
এদিকে ভারতে একদিনে প্রায় ২৪শ আক্রান্তসহ মোট আক্রান্ত এখন ৩৭ হাজারেরও বেশি। এদিকে করোনা ভাইরাস মানুষের তৈরি নয় বলে আবারো জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।