অনলাইন ডেস্ক: সৌদি আরবে পবিত্র ঈদু-উল-ফিতর রোববার অনুষ্ঠিত হবে। দেশটির কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এ বছর রোজা ৩০ দিন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী দেশটিতে ২৪ মে পবিত্র ঈদ পালন করা হবে।
আজ শুক্রবার সৌদির উচ্চতর বিচার বিভাগীয় কাউন্সিল এ ঘোষণা দেয়। দেশটিতে শেষ রোজা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
তবে দেশটির মসজিদগুলোতে এবার ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। করোনাভাইরাসের বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।বাংলাদেশে ঈদ-উল-ফিতর হবে সোমবার।