বিনোদন প্রতিবেদক : প্রিয়দর্শিনী মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন তিনি। করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।
এবার করোনা সতর্কতায় নির্মিত বিজ্ঞাপনে কাজ করবেন মৌসুমী। লকডাউন পরবর্তী করণীয় কী? এমন স্লোগান নিয়ে বিজ্ঞাপণচিত্রের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আগামী ২৮-৩০ মে মৌসুমী হাউস, নাসা টাওয়ার, ডি কোর ফার্নিচার, শিল্পকলা একাডেমি এবং সেগুন বাগিচা মহিলা বারডেম হাসপাতালে শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
মৌসুমী ছাড়াও এতে আরো থাকবেন—কাজী হায়াৎ, সৈয়দ হাসান ইমাম, কণ্ঠশিল্প রফিকুল আলম, ক্রিকেটার রকিবুল হাসান, আইসিসি আম্পায়ার নাদির শাহ, একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ভাস্কর্য রাসা, অধ্যাপক ডা. সালাম, পীর মাসায়েক খন্দকার গোলাম মওলা নকশেবন্দি, সিনহা, লাকি হামিদ, বন্যা, আক্তার সোনিয়া, রিপা আক্তার, নাঈম, অঙ্কিতা ও রোজি।
রফিকুল ইসলাম বুলবুলের পরিচালনায় এর চিত্রগ্রহণ করবেন শফিকুল আলম মিলন। সম্পাদনা করবেন আরিফুর রহমান নিয়াজ। জনস্বার্থে: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।