ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: অবশেষে হারের বৃত্ত থেকে বের হলো শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটে টানা ৮ হারের পর গতকাল (মঙ্গলবার) বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে জয় পেয়েছে তারা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২২ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে বৃষ্টি বাঁধায় পড়লে স্কটিশদের সামনে ৩৪ ওভার শেষে লক্ষ্য দাঁড়ায় ২৩৫। তবে ৩৩ ওভারে ১৯৯ রান তুলেই গুটিয়ে যায় তারা।
বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও গতবছর ইংল্যান্ডকে হারিয়ে বেশ বড়সড় চমক দেখায় স্কটল্যান্ড। তবে দিমুথ করুনারত্নের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি তারা। লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে ৭৭ রান। যা ২০১১ সালের পর প্রথম। করুনারত্নে ছাড়াও ফিফটির দেখা পান ওপেনার আভিশকা ফার্নান্দো কুশাল মেন্ডিস। ইনিংসের শেষের দিকে লাহিরু থিরিমান্নের খেলেন অপরাজিত ৪৪ রানের ইনিংস।
জবাব দিতে নেমে ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে দলীয় স্কোরবোর্ডে ১৩২ রান তোলে স্কটল্যান্ড। এরপর বৃষ্টি হানা দেয় ম্যাচে। আবহাওয়া অনুকূলে আসলে ম্যাচ নেমে আসে ৩৪ ওভারে। আর শেষ ৭ ওভারে স্কটিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৩। যা ছোঁয়া আর সম্ভব হয়নি কাইল কোয়েৎজারের দলের পক্ষে।