বিনোদন প্রতিবেদক : মহামারি করোনার কারণে সবাই গৃহবন্দি। অনেক মানুষ ইতিমধ্যেই কাজ হারিয়েছেন। ফুরিয়ে আসছে সঞ্চয়।
কঠিন এ সময়ে মানুষের মনোবল অটুট রাখতে সলিল চৌধুরীর বিখ্যাত ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী, এখানে থেমো না’ গানটি নতুন কম্পোজিশনে ইন্সট্রুমেন্টাল ভার্সনে উপহার দিয়েছেন বাংলাদেশ ও ভারতের ১২ জন মিউজিশিয়ান। তারা হলেন- রাহুল চ্যাটার্জী, স্নেহাশীষ মজুমদার, মোরশেদ খান, পেয়ারু খান, কাজী অরিন্দম, সৌম্যজ্যোতি ঘোষ, গোপা দে সরকার, তাপস রায়, ফুয়াদ নাসের বাবু, সম্রাট বোস, ওয়ালটার দিয়াস এবং রকেট মন্ডল। কম্পোজিশন করেছেন ভারতের মিউজিশিয়ান-কম্পোজার রকেট মন্ডল।
এ প্রসঙ্গে রকেট মন্ডল বলেন, ‘দাদার গানে প্রেরণাদায়ক বিষয় রয়েছে। চলমান এই লকডাউনের ফলে আমরা অনেকেই চাকরি হারানো এবং হতাশাগ্রস্ত হওয়ার আশঙ্কা করতে শুরু করেছি। ফলে এই গানটির কথাই বারবার মনে আসে আমার। আমার সৌভাগ্য হয়েছিল এমন একজন শিল্পীর সঙ্গে কাজ করার। তার গানের লিরিক্যাল মান রয়েছে এবং এখনও তা প্রাসঙ্গিক। এত বছর পরও সেই একই আবেদন রয়েছে।’
গানটি আজ ৭ জুন রাতে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত হবে। এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আরটিভি এই সংগীতায়োজন ও প্রচারের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত।’
ভারতীয় সংগীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরী। তিনি বাংলা, হিন্দি, এবং মালায়লাম চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। ‘ঘুম ভাঙার গান’ অ্যালবামের ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী, এখানে থেমো না’ গানটি রচিত হয়েছিল ১৯৪৯ সালে।