শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ক্রিকেটে নতুন ফরম্যাট নিয়ে সলিডারিটি কাপ আনছে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২২২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : করোনা বিপর্যয়ে লম্বা সময় ধরে ক্রীড়াঙ্গন থমকে ছিল। তবে সময়ের সঙ্গে এই সঙ্কট কাটিয়ে মাঠে ফিরছে খেলা। মে’র মাঝামাঝি থেকে জার্মান বুন্দেসলিগা দিয়ে ফুটবল খেলা শুরু হয়েছে। এখন ক্রিকেট আছে অপেক্ষায়। জুলাইতে ইংল্যান্ডে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হওয়ার কথা আছে ক্রিকেটেরও।

এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল নিজ দেশে এর আগে ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে অবস্থা বিবেচনায় সেটি সম্ভব বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক ম্যাচ নেই বলে থেমে নেই প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করেছে প্রোটিয়া বোর্ড। মূলত, করোনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংশ্লিষ্ট অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের সহায়তা করতে সলিডারিটি কাপের আয়োজন করছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। বুধবার (১৭) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ।

সলিডারিটি কাপে সম্পূর্ণ নতুন এক ফরম্যাটের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাইছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আগামী ২৭ জুন তিনটি দল নিয়ে সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যেখানে ৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করে খেলা হবে। টুর্নামেন্টে খেলা তিন দলে খেলোয়াড় থাকবে ৮ জন করে। প্রতি দল একে অন্যের বিপক্ষে ১২ ওভার করে ব্যাট করবে। ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবে।

ম্যাচের প্রথমার্ধে যে দলের রান বেশি ছিল তারা দ্বিতীয়ার্ধে আগে ব্যাট করবে। নতুন ফরম্যাটে নতুন সংযোজন হিসেবে আসছে লাস্ট ম্যান স্ট্যান্ডিং। অর্থাৎ, যদি প্রথম ইনিংসে কোনো দলের ৭ উইকেট পড়ে, তাহলে শেষ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে সেখান থেকেই শুরু করতে পারবেন। রানের সংখ্যার ভিত্তিতে দলগুলোকে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।

এ ব্যাপারে বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সমর্থক ও বিশ্ব ক্রিকেটের অনুরাগীরা মাঠে খেলা ফেরার অপেক্ষায় আছে। খেলোয়াড়রাও মাঠে ফিরতে মুখিয়ে আছে। আর এ কারণে সিএসএ সলিডারিটি কাপ নিয়ে এত আগ্রহী। নতুন এক রোমাঞ্চকর ফরম্যাট সেই সাথে এটি একটি ভালো কাজের জন্য হচ্ছে। এই প্রকল্পের অংশ হতে পেরে গর্বিত।’

সলিডারিটি কাপে তিন দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স, কাগিসো রাবাদা ও কুইন্টন ডি কককে।

ক্রিকেটের নতুন এই ফরম্যাট নিয়ে ভীষণ উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ভিলিয়ার্স। তিনি বলেন, ‘বর্তমানে বৃষ্টির কারণে অনেক ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। সেখানে নতুন এই ফরম্যাটে খেলার আয়োজন করা যেতে পারে। এই টুর্নামেন্টে একই দিনে দুই দলের সঙ্গে খেলা হবে। এটা সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।’

এছাড়াও তিনি আরও যোগ করেন, ‘তরুণ অবস্থায়, আমি সবসময় শেষ ব্যাটসম্যান হিসেবে টিকে থাকার স্বপ্ন দেখতাম এবং অন্য দলের হয়ে ম্যাচটা জিততে চাইতাম। এখানে সেই সুযোগ রয়েছে।’

ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকার সুপারস্পোর্ট ২ তে সরাসরি সম্প্রচার করা হবে।

দলসমূহ

কেজি’স কিংফিশারস: কাগিসো রাবাদা (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, ক্রিস মরিস, তাবরেইজ শামসি, রেজা হেনড্রিকস, জানেমান মালান, হেনরিক ক্লাসেন, গ্লেন্টন স্টারমান।

কুইনি’স কাইটস: কুইন্টন ডি কক (অধিনায়ক), ডেভিড মিলার, টেম্বা বাভুমা, এনরিক নোর্তে, ডোয়াইন প্রিটোরিয়াস, ব্যুরান হেনড্রিকস, জেজে স্মাটস, লুথো সিপামিয়া।

এবি’স ঈগলস: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেহলোকাইয়ো, ভ্যান ডার ডুসান, জুনিয়র ডালা, কাইল ভেরেয়ান্নে, সিসান্দা মাগালা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com