ক্রীড়া ডেস্ক : আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের কথা মনে আছে? দ্বিতীয় আসরের শিরোপা জিতেছিল যারা? সেই দলটিকে ২০১২ সালে চেন্নাইভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক সান টিভির কাছে বিক্রি করে দিয়েছিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। পরবর্তীতে যেটার নাম বদলে হয় সানরাইজার্স হায়দরাবাদ।
বিষয়টি নিয়ে ৮ বছর আগে মামলা করেছিল ডেকান চার্জার্সের মালিকানায় থাকা ডেকান চার্জার্স হোল্ডিং লিমিটেড (ডিসিএইচএল)। লম্বা সময় ধরে চলে এই মামলা। অবশেষে ৮ বছর পর তারা মামলায় জিতেছে। শুক্রবার মুম্বাইর হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে এবং বিসিসিআইকে নির্দেশ দিয়েছে ডেকান চার্জার্সকে ৪ হাজার ৮৪১ কোটি রূপি দিতে।
যদিও ফ্র্যাঞ্চাইজিটির দাবি ছিল ৮ হাজার কোটি রূপি। কিন্তু শুক্রবার বিচারপতি সিকে থাক্কার ৪ হাজার ৮৪১ কোটি রূপি দিতে নির্দেশ দেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে।
অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া ব্যক্ত করেননি বিসিসিআই এর কোনো কর্মকর্তা। যদিও এমন রায় বিসিসিআইয়ের কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দিয়েছে। তাদের ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ্যে নিয়ে এসেছে।
তথ্যসূত্র: মুম্বাই মিরর