আন্তর্জাতিক ডেস্ক : আচমকা হামলায় তথাকথিত ‘দস্যু’ বাহিনীর হাতে নাইজেরিয়ার অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। রোববার নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, দেশের উত্তরপশ্চিমাঞ্চলের একটি দূরবর্তী গ্রামে এই ঘটনা ঘটে।
কাতসিনা প্রদেশের জিবিয়া জেলার একটি জঙ্গলাকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে হাঁটার সময় সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। সামরিক এক সূত্র বলেছেন, ‘এখন পর্যন্ত ২৩ সেনার মৃতদেহ পাওয়া গেছে, কয়েকজন নিখোঁজ।’
স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত এই সশস্ত্র দুর্বৃত্তরা গবাদি পশু ছিনিয়ে নেওয়া ও অপহরণের মতো অপকর্ম করতো। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা এখন তারা অঞ্চলের কিছু বিদ্রোহী গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে।
কয়েকজন সেনা নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা ’২৩ জনের চেয়ে বেশি’ হতে পারে ধারণা এক সামরিক সদস্যের।
গত শনিবার একই এলাকায় দুর্ঘটনাবশত একটি বোমা বিস্ফোরিত হলে পাঁচ শিশু মারা যায় এবং আহত হয় ছয় জন। তবে বোমাটি দস্যুরা পুঁতে রেখেছিল কিনা স্পষ্ট করতে পারেনি কাতসিনা পুলিশ।
২০১১ সাল থেকে দস্যুরা ৮ হাজারের মতো মানুষকে হত্যা করেছে এবং ২ লাখের বেশি মানুষকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে বলে এক পরিসংখ্যানে জানিয়েছে ব্রাসেলস ভিত্তিক দুর্যোগ বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ।