অনলাইন ডেস্ক: রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। আজ মঙ্গলবার মস্কো পৌঁছেছেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
সফরে রাশিয়ার প্রেসিডেন্ট এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জারিফ। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা করবেন তারা।
টুইটারে দেওয়া এক পোস্টে মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বার্তা পৌঁছে দেবেন জারিফ।
রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের প্রধান মিত্র বা পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। সিরিয়াতেও ইরানের মিত্র আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাশিয়া।
সিরিয়া ইস্যুতে গত জুনে তুরস্ক ও রাশিয়া সফর করেন জারিফ। উভয় দেশের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে সিরিয়া পরিস্থিতি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় উঠে আসে।
সূত্র: পার্স টুডে, রয়টার্স।