জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের আকাশে পবিত্র ১৪৪১ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১ আগস্ট (শনিবার)।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ধর্মসচিব নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ আলেম ওলামাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে চাঁদ দেখা কমিটির সহসভাপতি ও ধর্মসচিব নুরুল ইসলাম বলেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশের আকাশে আজ (মঙ্গলবার) কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। ফলে বুধবার পবিত্র জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। ২৩ জুলাই থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। তারই পরিপ্রেক্ষিতে, ১ আগস্ট (শনিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক, ঢাকা জেলার এডিসি (সাধারণ) ইলিয়াস মেহেদী, ওয়াকফ উপ-প্রশাসক আবদুল কুদ্দুছ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবদুল মান্নান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এবার করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই অনুষ্ঠিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা। জিলহজের ৯ তারিখ তথা ৩১ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। ১০ জিলহজ কোরবানি তথা ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিন হযরত ইব্রাহিম (আ.) ও তার প্রিয় ছেলে হযরত ইসমাঈল (আ.) স্মরণে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে যার যার সামর্থ অনুযায়ী মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের সরকারি ছুটি থাকবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ৩১ জুলাই। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। তবে এবার করোনা পরিস্থিতির কারণে খুবই সীমিত পরিসরে হজ পালিত হবে।