ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার মারিয়ানো ডায়াজ করোনায় আক্রান্ত। লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, ‘ক্লাবের পক্ষ থেকে ২৭ জুলাই (সোমবার) প্রত্যেক ফুটবলারের ব্যক্তিগতভাবে করোনা টেস্ট করা হয়েছে। আর সেখানে আমাদের দলের স্ট্রাইকার মারিয়ানোর করোনা পজিটিভ ধরা পড়ে।’
এই মুহূর্তে স্পেনের রাজধানী মাদ্রিদে নিজের বাসায় সেলফ আইসোলেশনে আছেন মারিয়ানো। ২৬ বছর বয়সী এই ফুটবলার অনেকটাই সুস্থ আছেন জানিয়ে লস ব্লাঙ্কোসদের বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘মারিয়ানো এখন ভালো অবস্থায় আছে। সে এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে রিয়াল শিবির। তবে সে ম্যাচের জন্য কোচ জিনেদিন জিদানের ভাবনা থেকে বাদ পড়েছেন মারিয়ানো।
সূচি অনুযায়ী, আগামী ৭ আগস্ট ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হওয়ার কথা রিয়াল মাদ্রিদের। প্রথম লেগের ম্যাচে দলটির কাছে সান্তিয়াগো বার্ন্যবুতে ২-১ গোলের হার দেখেছে রিয়াল। এদিকে দুই মৌসুম পর এবার আবার লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।