সুজন সারোয়ার, টঙ্গী: টঙ্গীর মাছিমপুর মিলবাজার এলাকায় বখাটের হামলা ও বেধড়ক পিটুনীতে স্কুল পড়–য়া তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতরা হলো, ইতি আক্তার (১৫), খাদিজা আক্তার (১৬) ও রাতুল (১৬)। তারা সকলেই নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শেণীর শিক্ষার্থী। এঘটনায় শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসি জানায়, শিক্ষার্থী ইতির প্রতি প্রেমের আশক্তি ছিলো বখাটে সুমনের।
বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই সে ইতিকে প্রেমের প্রস্তার দিতো এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করতো। সুমন বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তাকে এড়িয়ে চলতো ইতি। এতে সে ইতির ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। শুক্রবার সকালে ইতি তার সহপাঠী রাতুলকে নিয়ে বান্ধবী খাদিজার কামাড়পাড়াস্থ বাসায় বেড়াতে যান। এ খবর পেয়ে এলাকার চিহ্নিত বখাটে সুমন ইতির মুঠোফোনে ফোন করে অবস্থান জেনে তুরাগ নদের খেয়া ঘাটে গিয়ে তাদের পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ওই বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসী সুমনের হাতে থাকা লাঠি দিয়ে ৩ শিক্ষার্থীকে শরীরের বিভিন্ন অংশে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে টঙ্গীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। সুমনের বড় ভাই ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিপনও একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। ইতিপূর্বে সে চুরি, ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বেশ কয়েকবার হাজতবাস করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।